জুমার দিন আল্লাহ আদম (আ) কে সৃষ্টি করেন

টিউন করেছেনঃ | প্রকাশিত হয়েছেঃ 02:58 | টিউন বিভাগঃ
আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত: তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (ছ) আমার হাত ধরে বললেন, আল্লাহ্‌ তা’আলা শনিবার দিন মাটি সৃষ্টি করেন। রোববার দিন তিনি এতে পর্বত স্থাপন করেন। সোমবার দিন তিনি বৃক্ষরাজি পয়দা করেন। মঙ্গলবার দিন তিনি আপদ বিপদ সৃষ্টি করেন। বুধবার দিন তিনি নূর পয়দা করেন। বৃহস্পতিবার দিন তিনি যমীনে পশু-পাখি ছড়িয়ে দেন এবং জুম’আর দিন আসরের পর তিনি আদম (আ) কে সৃষ্টি করেন। অর্থাৎ জুম’আর দিনের সময়সমূহের শেষ মুহূর্তে সর্বশেষ মাখলুক আসর থেকে রাত পর্যন্ত সময়ের মধ্যবর্তী সময়ে তিনি সৃষ্টি করেছেন।
(সহীহ মুসলিম #৬৮৮৭)

Previous
This is the oldest page

1 টি মন্ত্যব্য:

মন্তব্য করার জন্য এখানে ক্লিক করুন
Unknown
admin
24 September 2015 at 06:13 ×

thanks for comments

Reply
avatar
Design by MS Design

Powered by Blogger